বিছানা ছাড়লেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ (ভিডিও)
বিশ্বের সবচেয়ে মোটা মানুষ ৩২ বছর বয়সী মেক্সিকোর এক নাগরিক গত ছয় বছরের মধ্যে এই প্রথম বিছানা থেকে উঠে হাসপাতালে গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুয়ান পেদ্রো ফ্রাঙ্কো সালাস নামের ওই মেক্সিকান নাগরিকের ওজন ৫০০ কেজি।
মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জুয়ান পেদ্রো বিছানা থেকে উঠে বাড়ির বাইরে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত হেঁটে যান। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যান তিনি। গত ছয় বছরের মধ্যে এই প্রথম বিছানা থেকে উঠে দাঁড়ানোয় প্রতিবেশিরা ব্যাপক কড়তালি দেন।
দেশটির গুয়াদালাজারার একটি হাসপাতােলে বিশেষজ্ঞ সার্জন জোসে অ্যান্টোনিও ক্যাস্টানেদার কাছে ওজন কমানোর চিকিৎসা নিচ্ছেন তিনি। ফ্রাঙ্কো সালাস বলেন, ১৭ বছর বয়সে তার ওজন ছিল ২০০ কেজি। পরে এক দুর্ঘটনার শিকান হন তিনি।
এরপর থেকে তার ওজন বাড়তে থাকে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। পরে মেডিক্যাল টিম তার উঠে দাঁড়ানোর জন্য লোহা দিয়ে একটি কাঠামো তৈরি করেন। এটি ব্যবহার করেই তিনি প্রথমবারের মতো বিছানা ছাড়তে সক্ষম হয়েছেন। ফ্রাঙ্কো সালাস বলেন, আমি একটি নতুন স্বপ্ন দেখছি; একটি দরজা আমার জন্য খুলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই