বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন সুজান
বলিউড তারকা হৃত্তিক রোশনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের প্রায় দেড়বছর পরে সেই বিচ্ছেদের কারণ সম্পর্কে ইঙ্গিত দিলেন সুজান খান। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেয়েছিলাম যে, আমিই সিদ্ধান্ত নিই, আর একসঙ্গে থাকা যাবে না। মিথ্যা সম্পর্কে না থাকাটা আমাদের দু’জনের পক্ষেই বাঞ্ছনীয় ছিল।’
হৃত্তিক সুজানের বিচ্ছেদের সম্ভাব্য কারণ হিসাবে সাক্ষাৎকারে ‘মিথ্যা সম্পর্ক’ শব্দটি বারবার এসেছে। তার মানে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিত হওয়ার ইঙ্গিত? ‘কাইট্স’ ছবির নায়িকা বারবারা মোরি’র সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা নায়কের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে থাকতে পারে বলে আগেই জল্পনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে কঙ্গনা রানাউতের সঙ্গেও জড়িয়েছে হৃত্তিকের নাম। চলতি বছরের শুরুর দিকে কঙ্গনা নাম না করেই হৃত্তিককে ‘বোকা প্রাক্তন প্রেমিক’ বলে কটাক্ষ করেছিলেন। যদিও হৃত্তিক দাবি করেছেন, ‘কোন কালেই কঙ্গনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না।
এদিকে হৃত্তিকের সঙ্গে আবারো এক ছাদের তলায় আসার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন সুজান। ওই সাক্ষাৎকারে সুজান আরও বলেছেন, ‘আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে ঘোরাঘুরি না-করলেও আমাদের মধ্যে এখনও প্রচুর কথাবার্তা হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা দু’জনেই আমাদের সন্তানদের প্রতি দায়বদ্ধ। সন্তানেরা মাঝখানে থাকলে মতভেদ সরিয়ে রেখে তাদের দেখভালের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।’
উল্লেখ্য, হৃত্তিক ও সুজানকে তাদের দুই সন্তানের পাশে কিছুদিন আগেও একসঙ্গে দেখা গিয়েছিল।
মন্তব্য চালু নেই