বিচার বিভাগকে সতর্ক করলেন আইনমন্ত্রী
দেশের বিচার বিভাগকে সতর্ক করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিচার বিভাগের এমন কিছু করা উচিৎ নয় যাতে দেশে বিচারিক নৈরাজ্যের সৃষ্টি হয়। তাছাড়া বিচারিক সীমানাও তাদের অতিক্রম করা উচিৎ নয়।’
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ- শেয়ারিং এক্সপেরিয়েন্স ইন প্রোটেকশন অব হিউম্যান রাইটস’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘জনস্বার্থ বিষয়ক মামলায় বিচার বিভাগ যেসব উদ্যোগ নিয়েছে আমরা তার জন্য স্বাগত জানাই।’
মানবাধিকার সংগঠনের বিষয়ে তিনি বলেন, ‘দেশে মানবাধিকার সুরক্ষায় সরকার একনিষ্ঠ। তাছাড়া দেশে স্বাধীন মানবাধিকার সংগঠনও প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।’
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার এইচই গ্রেগ উইলকক।
প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকরা সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।
মন্তব্য চালু নেই