বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে গেইল

আবারও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ মাতাতে যাচ্ছেন ক্রিস গেইল। টুর্নামেন্টের আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের এই ‘হার্ড হিটার’ ব্যাটসম্যান।

বিগ ব্যাশের ২০১৫-১৬ মৌসুমের জন্য গেইলকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। এর আগে টুর্নামেন্টের ২০১২-১৩ মৌসুমে সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি।

মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়ে গেইল বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রীড়া রাজধানী মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলাটা দারুণ এক ব্যাপার। আমি ভক্তদের দেখার জন্য মুখিয়ে আছি এবং দলকে বিগ ব্যাশের আগামী আসরের ফাইনালে তুলতে সাহায্য করতে চাই।’

মেলবোর্ন রেনেগেডসের অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চের সঙ্গী হচ্ছেন গেইল। ওপেনিংয়ে গেইলকে সঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ফিঞ্চ বলেন, ‘ক্রিস গেইলকে দলে পাওয়াটা বিশাল এক ব্যাপার। সে এমন একজন, যে দীর্ঘদিন এই ফরম্যাটে আধিপত্য করে আসছে।’

বিগ ব্যাশের গত আসরে মেলবোর্ন রেনেগেসের হয়ে খেলেছিলেন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।



মন্তব্য চালু নেই