বিগ ব্যাশের পাওনা অর্থ না পেয়ে গেইলের ‘বিস্ফোরক’ টুইট, যা লেখেছেন
বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া লীগ যেমন বিপিএল। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার প্রথম সারির জনপ্রিয় লীগ বিগ ব্যাশ। আর আসরটিতে প্রায়ই খেলে থাকেন ক্যারিয়ীয়ান রাজপুত্র ক্রিস গেইল।
লীগটির গত আসরে মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলেছেন তিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এখনো নাকি সেই আসরের পুরো টাকা পাননি তিনি!
এমনটাই দাবি করেছেন গেইল নিজেই। গতবার বিগ ব্যাশ লীগে নারী রিপোর্টার কলিন ম্যাকলাফলিনের সাথে অশ্লীল আচরণ করে শিরোনামে আসেন গেইল।
আর তার পরিপ্রেক্ষিতেই এবারের আসরে কোনো দল তাঁকে নেয়নি। তবে গেইলের দাবি গতবারের দল মেলবোর্নের কাছে এখনও পাওনা আছে তাঁর। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘বিস্ফোরক’ টুইট করেছেন গেইল।
গেইল বলেন, ‘আমি নিশ্চিত ক্যাম/হেলমেট ব্যবহার করা খেলোয়াড়রা তাদের টাকা বুঝে পেয়েছে, গত বছর বিগ ব্যাশে ধারাভাষ্য করেছেন যারা তাদের টাকাও বুঝিয়ে দেওয়া হয়েছে।’
যত দ্রুত সম্ভব পাওনা টাকা চান এমনটা জানিয়ে গেইল টুইট করেছেন, ‘আমি কেন অন্যদের মতো টাকা বুঝে পেলাম না? এক বছর কেটে গেছে এর মধ্যে। যত দ্রুত সম্ভব আমি আমার টাকা চাই!’
ক্যারিবিয়ান ঝড় আরও লিখেছেন, ‘আগামী সপ্তাহে আমি অ্যাকাউন্ট চেক করার সময় টাকা যেন ওখানে থাকে সেটা নিশ্চিত করুন! আমি কথা বলি না। দাসত্বের দিন শেষ! আমার টাকা দাও।’
মন্তব্য চালু নেই