‘বিগ বস’ এ ইরানি অভিনেত্রী মানদানা

বিগ বসে বিদেশি মুখ থাকবে এটা একটা ট্রেন্ড চালু হয়ে গেছে।বীনা মালিক, সানি লিওন, আলি সালিম, হেজেল কিচ, এলি আব্রাম, সোফিয়া হায়াতের সবাই ছিলেন বিদেশি মুখ। আর এবারের বিগ বসেও হচ্ছে না এর ব্যতিক্রম।

এবার বিগ বসের ঘরে পা রাখছেন ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মানদানা কারিমি।‘ভাগ জনি’ ছবি দিয়ে এই বছরই বলিউডে পা রেখেছেন কারিমি। অনুষ্ঠানটির নবম সংস্করণেই দেখা যাবে এই অভিনেত্রীকে।



মন্তব্য চালু নেই