বিখ্যাত ৬ তারকার “অখ্যাত” সময়ের অত্যন্ত দুর্লভ কিছু ছবি

ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা, বিপাশা বাসু, সালমান খান- প্রত্যেকেই এরা বড় নাম বলিউডে। আর প্রত্যেকের মাঝে মিল একটাই, ক্যারিয়ার তাঁরা শুরু করেছিলেন মডেল হিসাবে এবং অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তবেই জনপ্রিয় হয়েছেন।

নিজেদের সেই “অখ্যাত” সময়ে কেমন ছিলেন তাঁরা দেখতে? দেখুন ৮টি অত্যন্ত বিরল ছবি। তালিকায় আছে ঐশ্বরিয়া রাইয়ের একদম অদেখা কিছু ছবি থেকে শুরু করে বিপাশা বাসুর কিশোরী বেলার মডেলিং-এর কিছু দুর্লভ মুহূর্ত। মাত্র ১৫/১৬ বছর বয়সেই যে একটি মেয়ে এতটা আকর্ষণীয় হতে পারে, তা এই ছবিগুলো না দেখলে বুঝবেন না। চলুন, তবে দেখে নিই বিখ্যাতদের অখ্যাত যত ছবি।

999 9999 Bipasa 9999Bipasa 9999Deepika Padukone 999999 999999salman 99999999aishwarya-rai-2jpg_609410 Anushka

সূত্র- এমটিভি



মন্তব্য চালু নেই