বিক্রি হবে হ্যারি পটারের বাড়ি, দাম কত জানেন?

অল্প বয়সীদের কাছে ‘হ্যারি পটার’ সিরিজ অনন্য অসাধারণ। লেখিকা জেকে রাউলিংয়ের তুমুল জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের ‘অ্যাডাপটেশন’ ছবিতে হ্যারির বাড়ি হিসেবে দেখানো হয়েছিল যুক্তরাজ্যের সারের প্রাইভেট ড্রাইভ।

তবে এবার সেই বাড়ির মালিক বাড়িটি বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে ২ লাখ ৯০ হাজার পাউন্ডে বাড়িটি কিনলেও হ্যারি পটারের কল্যাণে বাড়িটির দাম হাঁকানো হয়েছে ৪ লাখ ৭৫ হাজার পাউন্ড।

সারের শহরতলীর তিন বেডরুমের বাড়িটির বৈশিষ্ট্য হল- এখানে হ্যারি তার মোঘল পরিবারের খালা-খালুর সঙ্গে থাকতো।

ছবিতে ১১ বছর বয়সের আগ পর্যন্ত বাড়িটির সিঁড়ির কাছে একটি আলমারিতে জোর করে ঘুমাতে হতো হ্যারিকে। সেখান থেকেই তাকে জাদুর স্কুল হগওয়ার্টসে যেতে হতো।

ছবির কল্যাণে বহু মানুষ এই বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

ছবিতে বাড়িটিকে সারের ১২ পিকেট পোস্ট ক্লোজ বলা হতো। তবে বাস্তবে এটি বার্কশায়ারের ব্রাকনেলের মার্টিনস হিরোনে অবস্থিত।

বাড়ির মালিকের এজেন্ট পল বোসানোক বলেছেন, বাড়িটি ইতিমধ্যে বিশ্বের নজর কেড়েছে। বিক্রির জন্য বাড়ির ছবি ওয়েবসাইটে দেয়ার পর তাতে রেকর্ড সাড়া পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘চার দিন আগে যখন প্রথম বাড়িটি বিক্রির জন্য ওয়েবসাইটে ছবি দেয়া হয়, তখন এটি যে হ্যারি পটারের বাড়ি, তা উল্লেখ করা হয়েছিল না। কিন্তু এখন যখন সেটি উল্লেখ করা হয়েছে, তা বিশ্বের ব্যাপক চাহিদার বস্তুতে পরিণত হয়েছে। আশা করছি, বাড়িটি চড়া দামেই বিক্রি করতে পারবো।’



মন্তব্য চালু নেই