বিকেলেও কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেনি নেতাকর্মীরা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢুকতে দেয়নি পুলিশ। খালেদা জিয়ার জন্মদিনে পার্টি অফিসে কেককাটার অনুষ্ঠান করতে পারেনি নেতাকর্মীরা । তাই বিকেলে আর নয়াপল্টনমুখী হননি দলটির নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের কেককাটা কর্মসূচি ছিলো শুক্রবার বিকেলে। প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অংশ নেওয়ার কথা ছিলো।
কিন্তু প্রধান অতিথি তো দূরের কথা, কর্মীদেরও আর ভাসানি ভবনের আশপাশে আসতে দেখা যায়নি। দূর থেকে একবার উঁকি দিয়ে চলে গেছেন মহানগর উত্তর জাসাসের সভাপতি জাহাঙ্গীর শিকদার। পরে জাতীয় প্রেসক্লাবে ‘খালেদাকে জিয়াকে নিবেদিত কবিতা’ পাঠের আসরে পেছনের সারিতে গুটিয়ে রাখা ব্যানার হাতে দেখা গেছে তাকে।
মন্তব্য চালু নেই