বিকিনি পরেই পুলিশ ধরলো চোর
কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ছুটিতে রৌদ্রস্নানরত অবস্থায় চোর ধরে তা-ই আবার প্রমাণ করলেন মিকায়েলা কেলনার নামে সুইডেনের এক নারী পুলিশ। অফ ডিউটিতে স্বল্পবসনা হয়েও মোবাইল চোরকে আটকের পর তার প্রশংসা এখন ইন্টারনেট জুড়ে।
ঘটনার সময়ে তোলা একটি ছবি ঝড় তুলেছে ইন্সটাগ্রামে। দু’দিনে প্রায় ১০ হাজার মানুষ পছন্দ করেছে ছবিটি। সেখানে বিকিনি পরা মিকায়েলা চোরকে চেপে ধরেছেন মাটিতে, হাত মুচড়ে নিয়ে গেছেন পেছনে। পেশাদার পুলিশের আসামী আটকের অভ্যস্ত কায়দায়।
মিকায়েলা ঘটনা সম্পর্কে একটি সুইডিশ পত্রিকাকে জানান, স্থানীয় একটি পার্কে সঙ্গীদের নিয়ে রৌদ্রস্নাণ করছিলেন তিনি। সেখানে এক হকার আসে পত্রিকা বিক্রি করতে। এসময় কৌশলে হকারটি তাদের পাশে রাখা একটি মোবাইল ফোন সেট হাতিয়ে নিয়ে কেটে পড়ার চেষ্টা করতেই সন্দেহ হয় মিকায়েলার। ব্যস, চোরের পিছু নিয়ে আটক করেন তাকে। উদ্ধার হয় মোবাইলটিও।
বিকিনি পরা অবস্থায় কোনো রকম ইতস্তত না করে কিভাবে চোর ধরলেন এমন প্রশ্নের সাবলীল জবাব দিয়েছেন সুইডিশ এই নারী পুলিশ। বলেছেন,‘ আমি বিকিনি পরে যা করেছি নগ্ন থাকলেও তা-ই করতাম’।
মন্তব্য চালু নেই