বিকিনিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চ মাতালেন উর্বশী

মিস ইউনিভার্স ২০১৫ প্রতিযোগিতায় বিকিনিতে মঞ্চ কাঁপালেন উর্বশী রোতেলা। এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি।

১৬ ডিসেম্বর বিভিন্ন দেশ থেকে ৮০ জন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ভারত থেকে ছিলেন উর্বশী। তিনি প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি নেন সুইমসুট রাউন্ড ও ট্যালেন্ট শো দিয়ে। সুইমসুট রাউন্ডে গোলাপি বিকিনিতে মঞ্চে দেখা যায় তাকে।

উর্বশী বলিউডে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ও ‘সানাম রে’ ছবিতে অভিনয় করেছেন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দিন তিনি আমেরিকান গায়ক চার্লি পুথের সঙ্গে স্টেজ শেয়ার করবেন।

৬৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট যে জিতবে, তার নাম আগামীকাল লস অ্যাঞ্জেলসে ঘোষণা করা হবে। এ বছরের মিস ইউনিভার্স পুরস্কার স্বরূপ পাবেন ৫০ হাজার মার্কিন ডলার।



মন্তব্য চালু নেই