বিকিনিতে দেখা মিললো সুজানের
হৃত্বিক রোশনের সঙ্গে সুজানের ছাড়াছাড়ি হয়ে গেছে সেই কবেই। নির্ভার একাকী জীবনে সুখেই আছেন সুজান। আর তার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি নিজেই। এবার গোয়ার বিচে বিকিনিতে মেলে ধরলেন নিজেকে। বান্ধবী ফারহা আলী খানের সঙ্গে হাস্যোজ্বল সুজান বিকিনি পরিহিত ছবি আপ দিলেন ইনস্ট্রাগ্রামেও।
গোয়ায় ছুটি কাটাতে সুজান একা যান নি, সঙ্গে ছিলেন দুই ছেলেও। ছবি শেয়ার করে সুজানা লিখেছেন, ‘জীবনটা খুব সুন্দর, বিচে এসে সেটা আরও ভালোভাবে উপভোগ করা যায়।’
নানা বিতর্ক আর গুঞ্জনকে মাথা থেকে ঝেড়ে ফেলতেই নাকি সুজানা বেরিয়েছেন ভ্রমণে এমনটাই শোনা যাচ্ছে তার কাছের মানুষদের কাছ থেকে।
মন্তব্য চালু নেই