বিকিনিতে অস্বস্তি লাগে প্রিয়াঙ্কার!

বিকিনি পরে কামেরার সামনে এসে ঝড় তোলা বলিউড নায়িকা বলেছেন, বিকিনি পরলে তার নাকি অস্বস্তি লাগে। তবে ছবিতে বিকিনি পরার ব্যাপারে কিছু না বললেও র‌্যাম্পে বিকিনি পরে হাঁটতে তার অস্বস্তি লাগে বলে জানিয়েছেন।

দোস্তানা ছবিতে বিকিনি পরে অভিনয় করে ঝড় তোলেন হালের এ নায়িকা। এরপর নিজের মিউজিক অ্যালবামেও তিনি বিকিনি পরেই ক্যামেরায় ধরা দেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, র‌্যাম্পে বিকিনি পরে হাঁটতে আমার অস্বস্তিবোধ হয়। আমি খুব লাকি যে ২০০০ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় সময় কোন বিকিনি রাউন্ড ছিল না।

তিনি আরও বলেছেন, ‘শুটিংয়ের প্রয়োজনে বিচে বিকিনি পরে হাঁটা কিংবা সুইমিং পুলে বিকিনি পরে নামা অন্য ব্যাপার। কিন্তু অনেক মানুষের মধ্যে ওই অবস্থায় র‌্যাম্পে হোটা সত্যিই অস্বস্তিকর।

priyanka-1 বিকিনিতে অস্বস্তি লাগে প্রিয়াঙ্কার!



মন্তব্য চালু নেই