বিকল্প উপায়ে আইফোন ‘আনলক’ করছে এফবিআই

অ্যাপলের সাহায্য ছাড়াই স্যান বার্নারদিনো হামলাকারীর আইফোন আনলক করার একটি উপায় বের করা গেছে বলে জানিয়েছে এফবিআই।

এফবিআইয়ের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ‘ভিন্ন একটি পক্ষ’ এমন একটি সম্ভাব্য উপায় দেখিয়েছেন, যার মাধ্যমে আইফোন আনলক করে তথ্য বের করা সম্ভব। এর জন্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সাহায্যের দরকার হবে না।

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে বুধবার এ বিষয়ে আদালতে একটি শুনানি হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে তা মুলতবি রাখা হয়।

এর আগে স্যান বার্নারদিনো ঘটনার হত্যাকারী রিজওয়ান ফারুকের ব্যবহার করা আইফোনটি আনলক করে সেখান থেকে তার ও তার কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেতে এফবিআইকে সহায়তা করার জন্য অ্যাপলকে নির্দেশ দেয় বিচার বিভাগ। কিন্তু ওই নির্দেশের বিরুদ্ধে অ্যাপল টানা লড়ে আসছে। প্রতিষ্ঠানটির মতে, এটি একটি ‘বিপজ্জনক নির্দেশ’।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নারদিনোতে রিজওয়ান ফারুক ও তার স্ত্রী গুলি করে ১৪ জনকে হত্যা করে। এরপর এক পর্যায়ে পুলিশের গুলিতে তারা নিহত হয়।



মন্তব্য চালু নেই