বিএসপিএ’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২জুলাই ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এ দিবস উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) দেশের গুণী ক্রীড়ালেখক ও সাংবাদিককে সংবর্ধনা প্রদান করে থাকে। এবারও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দেশের তিন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও লেখক খায়রুল ইসলাম শাহীন, খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু খোন্দকার) ও আমিনুল হক মল্লিককে সংবর্ধনা প্রদান করেছে।

শনিবার বিকেল ৫টায় হ্যান্ডবল স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সনৎ বাবলা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই