বিএসএমএমইউ এর নতুন ভিসি কামরুল হাসান
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/03/কামরুল-হাসান.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুল হাসান খান। তিনি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার।
জানা গেছে, অধ্যাপক কামরুল আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীদ সমন্বয় পরিষদের মহাসচিব এবং তিনি প্যাথলজির অধ্যাপক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহ-সভাপতিও।
মঙ্গলবারই উপাচার্যের দায়িত্ব নিয়েছেন কামরুল হাসান।
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল দত্ত বিএসএমএমইউর উপাচার্য পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তার দ্বিতীয় মেয়াদের কার্যকাল সোমবার শেষ হয়েছে।
মন্তব্য চালু নেই