বিএসএফের গুলিতে যশোরের পুটখালি সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) ॥ যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)’র গুলিতে শামিম হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার দাবি, বিএসএফ সদস্যরা তাকে গুলি করে আহত করেছে। তবে বিজিবি বলছে, ওই সীমান্তে গোলাগুলির কোনো খবর তাদের কাছে নেই। আহত শামিম হোসেন ঝিকরগাছা উপজেলার জগানন্দকাটি গ্রামের আরিজুল গাজীর ছেলে। আহত শামিম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা ৭/৮ জন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ওপারে ভারতে গিয়েছিলেন। ফেরার পথে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের ধরে মারপিট করে। এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে বিএসএফ গুলি ছোড়ে এবং শামিমের ডান হাতে গুলি লাগে। পরে তার সহযোগীরা শামিমকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে ভর্তি করে। পরে বুধবার গভীর রাতে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের রেকর্ড বুকে শামিমকে ‘গুলিবিদ্ধ’ বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নাই। ‘সীমান্ত এলাকায় গোলাগুলি হলে বিজিবি অবশ্যই জানবে। মঙ্গলবার রাতে ওই এলাকায় এমন কিছু ঘটেনি।’ পুটখালী সীমান্তে কেউ গোলাগুলি করলে আমারা জানতে পারতাম।



মন্তব্য চালু নেই