বিএনপি ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবে
বিএনপি সিটি নির্বাচনে পালিয়ে গিয়ে যে ভুল করেছে তা থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ড. ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।
কামরুল বলেন, ‘৫ জানুায়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ও সিটি নির্বাচন থেকে পালিয়ে গিয়ে বিএনপি ভুল করেছে। তারা এ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবে।’
তিনি বলেন, ‘তারা নির্বাচনে অংশ নিয়েছিল আবার নির্বাচন থেকে পালিয়েছিল এটাও ঠিক। তাই তাদের বলবো নেতিবাচক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতির দিকে ফিরে আসুন। গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করুন।’
নির্বাচনে অংশ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপি ভাঙচুর, মানুষ পুড়িয়ে মারাসহ যে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছিল তা বন্ধ করে তারা সিটি নির্বাচনে অংশ নিয়েছিল।’
দেশ এগিয়ে যাচ্ছে এবং তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল চুক্তি বাস্তবায়ন করেছেন এবং শিগগিরই তিস্তা চুক্তিও বাস্তবায়ন হবে।’
সংগঠনের সদস্য ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম, প্রফেসর আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
মন্তব্য চালু নেই