‘বিএনপি সম্মানজনক এক্সিট পয়েন্ট খুঁজছে’ : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ণতান্ত্রিক কর্মসূচিতে ফিরে আসায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘বিএনপি সম্মানজনক এক্সিট পয়েন্ট খুঁজছে। এ জন্যই তারা শনিবার সমাবেশ ডেকেছে। তাদের সে সুযোগ করে দেওয়া হবে।’

রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার দুপুরে বাংলাদেশের সাম্যবাদী দলের মহানগর কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার জনগণের কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন। ক্ষমা চেয়ে আসলে আমরাও সুযোগ দেব। জনগণ রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি পাবে।’

তিনি বলেন, ‘বিএনপি বুঝতে পেরেছে তাদের অবরোধ কর্মসূচি কেউ মানছে না। এ জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে আসার পথ খুঁজছে। তারা সম্মানজনক ট্রানজিট চাচ্ছে। আমরা বাধা দেব না। আমরা তাদের সুযোগ করে দেব।’

কামরুল ইসলাম আরও বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আমাদের আপত্তি নেই। তবে শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

প্রধান অতিথির বক্তব্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে সারাদেশ ঐক্যবদ্ধ। এ অপশক্তিকে আমাদের মোকাবেল করতেই হবে। এদের কাছে আমাদের স্বাধীনতা নিরাপদ নয়।’

বাংলাদেশের সাম্যবাদী দল ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক আবুল হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই