বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়: মির্জা আব্বাস
বিএনপিকে সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয় হিসেবে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগ কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমরা মনে করি, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের আমলে সকল ধর্মের লোক নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করে এবং নিরাপদে থাকেন। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় হিন্দুদের ধন-সম্পদ জমি-জমা কেউ দখল করতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশে অসংখ্য হিন্দু পরিবারের ধন-সম্পদ, জমি-জমা বেদখল হয়ে গেছে। এমনকি রাজারবাগ কালীমন্দির ও ঢাকেশ্বরী মন্দিরে সংরক্ষিত স্বর্ণালঙ্কার লুট হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস আলী মৃধা, গোলাম হোসেন, হামিদুল, মাকসুদ প্রমুখ।
মন্তব্য চালু নেই