বিএনপি সংলাপে রাজি কি না জানতে চায় ইইউ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপি সংলাপে রাজি আছে কি না তাও জানতে চেয়েছেন তারা।
রোববার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এসময় বিএনপি নেতা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাউথ অ্যান্ড সাউদিস্ট এশিয়া অব ইউরোপীয় ইউনিয়নের পরিচালক এসটুটো।
রাত ৯টায় বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইইউ বিশেষ প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের কাছে জানতে চান নির্বাচনের জন্য সংলাপে বিএনপি রাজি আছে কি না। জবাবে বেগম জিয়া বলেন, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বিএনপি যে কোনো সময় সংলাপে রাজি আছে।’
এছাড়াও প্রতিনিধি দল দেশের আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান শমসের মবিন চৌধুরী।
মন্তব্য চালু নেই