বিএনপি মতায় থাকাকালে দেশের উন্নয়নে কোন কাজ করেনি : আব্দুল মান্নান এমপি

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি মতায় থাকাকালে দেশের উন্নয়নে কোন কাজ করেনি। শুধু ভোট নিয়ে মতায় গিয়ে লুটপাট করেছে। মানুষকে জোড় করে দল পরির্তন করানো যায় না। এ এলাকার জনগন উন্নয়ন চায়। কাজেই বর্তমান সরকারের উন্নয়নের কারণে মানুষ আওয়ামী লীগে যোগদান করছে। সরকার বিদ্যুৎ ,রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। দেশকে খাদ্য ঘাটতি হতে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত করেছে। জোড় করে সন্ত্রাস করে মানুষের ভালবাসা অর্জন করা যায় না। বিএনপির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান। গতকাল শুক্রবার বগুড়ার সারিয়াকান্দির চরগোদাগাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে  বিএনপি’র নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান উপলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নারচী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান উল্লাহ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অস্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন,  বিএনপি হতে আওয়ামীলীগে সদ্য যোগদানকৃত নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিএনপিনেতা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চরগোদাগাড়ি, ভেড়ামারা ও বুদেরভিটা গ্রামের শতাধিক বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন। প্রধান অতিথি স্থানীয় এমপি আব্দুল মান্নান তাদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। এরআগে আব্দুল মান্নান এমপি নারচী ইউনিয়নে ৪০দিনের কর্মসৃজন কর্মসুচির উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহি অফিসার মো : শাকিল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির রহমান, নারচী ইউপ চেয়ারম্যান আলতাফ হোসেন প্রমুখ। দুপুরে সারিয়াকান্দি উপজেলা চত্বরে মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকালে বিবিরপাড়া জে,ইউ দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন উপলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাতে আব্দুল মান্নান এমপি সারিয়াকান্দি সদরে জামিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই