বিএনপি প্রার্থী খুঁজে পাবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পায়নি। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী দেওয়ার মত লোক খুঁজে পাবে না।
তিনি বৃহস্পতিবার বিকেলে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, মাগুরা-১ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মেজর এটিএম আব্দুল ওয়াহ্হাব, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক আওয়ামী লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম, হাজী গোলাম মওলা প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন দেশের মানুষ সমর্থন করেনি, এ কথা বুঝতে পেরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই আদালতে হাজির হয়ে জামিন নিয়ে ঘরে ফিরে গেছেন।
সভা শেষে আগামী ৩০ মে মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহ্হাবের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলুকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ুকে সদস্য সচিব করে জেলা নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই