বিএনপি নেতা মিন্টু ও সালামের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালামের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আব্দুল আউয়াল মিন্টু উত্তরে এবং আব্দুস সালাম দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বুধবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে তাফসিরুল এম আউয়াল এবং সালামের পক্ষে মনোনয়নপত্র নেন বিএনপি নেতা মনিরুল ইসলাম।

উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও স্টাফ অফিসার নজরুল ইসলাম  মিন্টুর মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন।

সালামের স্ত্রী ফাতেমা সালাম স্বামীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি  নিশ্চিত করে জানান, আত্মীয়স্বজন ও আইনজীবীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



মন্তব্য চালু নেই