বিএনপি নেতা মিনু কারাগারে
ছয় মাসের বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী নগর সভাপতি মিজানুর রহমান মিনু।
সোমবার দুপুর ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ এর বিচারক জয়ন্তী রাণী দাসের আদালতে তিনি হাজির হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পরে নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা দায়ের করা হয়। মিনুর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শাহ নেওয়াজ।
মন্তব্য চালু নেই