বিএনপি নেতা নাদিম মোস্তফা জামিনে মুক্তি

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি নাদিম মোস্তফা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

গত ১৯ জানুয়ারি গুলশানের বাসা থেকে নাদিম মোস্তফাকে আটক করা হয়। আটকের পর ঢাকা এবং রাজশাহীতে হত্যা ও বিস্ফোরকসহ ৬টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলে পাঠানো হয়। তিনি বেশ কিছুদিন রাজশাহী কারাগারে আটক ছিলেন। তাকে সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এদিকে নাদিম মোস্তফার মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে নাদিম মোস্তফার দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।



মন্তব্য চালু নেই