বিএনপি নেতা এলকে সিদ্দিকীর মৃত্যু

পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী আর নেই।

শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

কানাডা এবং জাপান থেকে সাবেক এই মন্ত্রীর ছেলে-মেয়ে সিঙ্গাপুর যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

গত ২৮ জুলাই রাতে নিজ বাসভবনে অসুস্থবোধ করলে এলকে সিদ্দিকীকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এলকে সিদ্দিকী দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড আসন থেকে তিনি পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।



মন্তব্য চালু নেই