বিএনপি নেতা আমান ও গয়েশ্বর কারাগারে

গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সহিংসতায় এক শিবির নেতা নিহত হওয়ার মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। রামপুরা থানার এ মামলায় হাই কোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। অসুস্থতার কাগজপত্র উপস্থাপন করায় মির্জা আব্বাসের জামিন হলেও গয়েশ্বর ও আমানকে কারাগারে পাঠায় আদালত। আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, এ মামলায় হাই কোর্টের দেয়া জামিনের মেয়াদ শনিবার শেষ হওয়ায় রোববার আদালতে আত্মসর্পণ করে জামিন চান বিএনপির তিন নেতা। গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে মালিবাগের চৌধুরীপাড়ায় সংঘর্ষে ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণখান থানার সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন। এ ঘটনায় বিএনপি নেতাদের আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়।
অন্যরা এখন যা পড়ছেন

শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা

ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে ফিরে এলো বিএনপি

নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের

খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি

জোট গড়া আর ভাঙার ‘কারিগর’ এরশাদ

‘আগামী নির্বাচনে কারও দায়িত্ব নিতে পারব না’

ছাত্রলীগকে ওবায়দুল কাদের : হলে কেন পলিটিক্যাল রুমের দরকার হবে?

এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের

বিএনপির ‘ভিশন-২০৩০’ তামাশা

৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা

বাংলাদেশে পুতুল সরকার চায় অ্যামনেস্টি : জয়

এনপিপি চেয়ারম্যান নিলু আর নেই

স্বতন্ত্র এমপিদের দলে টানছে আ.লীগ

পাচারের টাকায় কানাডায় বেগমবাজার : রিজভী



















মন্তব্য চালু নেই