বিএনপি নেতার বাসায় পেট্রোল ঢেলে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার গভীররাতে আবুল কালাম আজাদের বাসার সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসার ভিতরের দেয়ালে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে আবুল কালাম আজাদ দাবি করেছেন।
এ ব্যাপারে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য চালু নেই