‘বিএনপি নেতারা তলে তলে বলেন খালেদা জেলে যাক’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার এতগুলো অপরাধ এবং তার নামে এতগুলো মামলা হয়েছে যে সেখান থেকে তার রেহাই পাওয়ার উপায় নেই। এটা বিএনপির নেতাকর্মীরাও জানে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারের দাবিতে ও ভাষা শহীদের স্মরণে’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতারা তলে তলে বলেন, খালেদা জিয়া জেলে যাক। কেন তার বিচারের রায় হতে দেরি হচ্ছে? কিন্তু তারা রাজপথে দাঁড়িয়ে বলেন, খালেদা জিয়া জেলে গেলে নির্বাচন হবে না।
হাছান মাহমুদ বলেন, তারা কথা বলেন তার মানেই হলো, তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা আবার বাসে আগুন দিয়ে মানুষ মারতে চায়। কিন্তু তারা এ হুমকি কাদেরকে দেয়? বিচার করছে আদালত, সরকার নয়। সুতরাং তারা বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলে আদালত অবমাননা করছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ড্যানি সিডাক, অভিনেত্রী ফাল্গুনী হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুক।
মন্তব্য চালু নেই