বিএনপি জঙ্গিদের মদদ দিচ্ছে : কাদের

বিএনপির মদদ ছাড়া জঙ্গিদের এতটা আশকারা পাওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এই জঙ্গিদের মদদ দিচ্ছে। পৃষ্ঠপোষকতা করছে। তাদের এতটা আশকারা পাওয়ার কথা ছিল না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারকে হটাতে জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও যুক্ত থাকতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।

জঙ্গিবাদের বিস্তারে ওবায়দুল কাদের যেমন বিএনপিকে দুষেছেন, পাল্টা অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও। তিনি বলেছেন, আওয়ামী লীগই জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় তারা।



মন্তব্য চালু নেই