বিএনপি গর্জায় যত বর্ষায় তার চেয়ে কম : মেনন
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপি গর্জায় যত বর্ষায় তার চেয়ে কম।’
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ২৮তম মৃত্য বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ গণ-আজাদী লীগ এ সভার আয়োজন করে।
মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি মাঝেমধ্যে গর্জে ওঠার পরিকল্পনা করছে। সময় সময় বড় বড় কথাও বলছে। কিন্তু তাদের মাঠে তেমন কোনো কার্যকারিতা নেই। তার প্রমাণ গতকাল সমাবেশেও দেখা গেছে। আসালে তারা যত গর্জায় তত বর্ষায় না।’
তিনি বলেন, ‘তারপরও তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। কারণ তারা ষড়যন্ত্র করছে এবং করে যাবে। এজন্য আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আবদুর রশিদ তর্কবাগীশ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন আন্দোলন ও স্বৈরাচার শাসকের পতনে অগ্রণী ভূমিকা ছিল আব্দুর রশিদ তর্কবাগীশের। বিভিন্ন আন্দোলনে তাঁর পরামর্শ ও নেতৃত্বে আমরা জয় লাভ করেছি। তিনি ধর্মপ্রাণ মানুষ হিসেবে যেমন পরিচিতি লাভ করেছিলেন। ঠিক তেমনি ছিলেন একজন অসাম্প্রদায়িক নেতা।’
বক্তারা সভায় বলেন, তিনি সেই বাঙ্গালি যিনি তৎকালীন পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। তাঁর রাজনৈতিক আদর্শ সবসময় গণমানুষের মুক্তির পাথেয় হিসেবে থাকবে। উনার জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেয়ার আছে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্রাচার্য , গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন, ব্যারিস্টার এ এস এ বারী প্রমুখ। এতে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান।
মন্তব্য চালু নেই