বিএনপি কার্যালয়ে তালা
আটকের পর পুলিশি হেফাজতে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর চিকিৎসা চলছে। অবশ্য পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করে বলেছে, অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে আটকের পর সেখান থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিএনপি চেয়াপরসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথা জানিয়েছেন।
তবে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ জানিয়েছে- পুলিশ নয়, তালা দিয়েছে কার্যালয়ে অবস্থানরত লোকজন।
মন্তব্য চালু নেই