‘বিএনপি আন্দোলনের মাঠে যা করল, নির্বাচনেও তাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে থাকে। আন্দোলনের মাঠে তাদের লোকজন থাকে না। সিটি নির্বাচনের মাঠেও তাদের প্রতিনিধি ছিল না, এজেন্টও ছিল না। তারা নির্বাচন প্রত্যাহার করল। আন্দোলনের মাঠে তারা যা করল, নির্বাচনের মাঠেও তাই করল।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হয়ত সিটি নির্বাচন নিয়ে বিএনপির আরও কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভালভাবে কাজ করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষের উন্নতি দেখতে পারে না। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা আন্দোলনের নামে এত জঘন্য কাজ করল যে, কোনো মানুষ তা করতে পারে না।

প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, মানুষের কত মানসিক বিকৃতি ঘটলে এ ধরনের কাজ করতে পারে?



মন্তব্য চালু নেই