বিএনপির ৩শ নেতাকর্মী যোগ দিলো আ.লীগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ডৌবাড়ী ইউনিয়ন কমপ্লেক্সে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহ ও ছাত্রলীগ নেতা আবু তাহেরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদুৎ সমিতি ২-এর সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আছলাম, যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিক শাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী মেম্বারের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়াও ছাত্রলীগের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই