বিএনপির ২ মেয়র প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

জামালপুরের সরিষাবাড়িতে নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আরামনগর বাজারে বিএনপির মেয়র প্রার্থী ফয়েজুল কবীর তালুকদার শাহীন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রুহুল আমীন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে উপজেলার আরামনগর বাজারে প্রচারণা চালানো নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা গুলি ছুড়লে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম ও যুবদল কর্মী পাজেল গুলিবিন্ধ হন। এ সময় আরো দুজন আহত হন। তাদের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপত কর্মকর্তা বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই