বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ ১৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে একটি হিউম্যান হলারে হাতবোমা ছুঁড়ে মারে অজ্ঞাতরা। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালকের সহকারী আহত হন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
এরপর ২০১৫ সালের ২৩ অক্টোবর মোহাম্মদপুর থানার এসআই নুরুল ইসলাম শিকদার বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম মিলনসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বুধবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মন্তব্য চালু নেই