বিএনপির সমস্ত কার্যক্রম সন্দেহজনক : হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রত্যেক ধাপের ইউপি নির্বাচনে বিএনপি লজ্জাজনকভাবে পরাজয় বরণ করার পর নিজেদের ব্যর্থতা আড়াল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপাতে চায়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
বিএনপির সমস্ত কার্যক্রম সন্দেহজনক দাবি করে হাছান মাহমুদ বলেন, যে দলের প্রধান নেত্রী দুর্নীতিবাজ সেই দলের নেতা কর্মীদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না।
তিনি বলেন, ‘উচ্চ আদালতে নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে, প্রত্যেক যুদ্ধপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পর বিএনপি নেত্রী একই প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি বলবো, দেশবাসী নিজামীর ফাঁসি অপেক্ষায় আছে। জনগণের প্রত্যাশা এই রায় দ্রুত কার্যকর হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মোহম্মাদ শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।
মন্তব্য চালু নেই