বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা নয় : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি সন্ত্রাস ছেড়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে চাইলে কেউ বাধা দেবে না।’
উত্তরার আজমপুরে সোমবার বিকেলে ১৪ দলের ডাকা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম খালেদা জিয়া, ক্ষমা চেয়ে গণতন্ত্রের পথে আসুন। শান্তিপূর্ণ মিছিল করুন, কেউ বাধা দেবে না। নির্বাচন চাইলে ২০১৯ সালে হবে, সেটা শেখ হাসিনার অধীনেই হবে। আপনাদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না। খুনীর সঙ্গে কোনো সংলাপ হবে না।’
‘বিএনপি এক সময় আমাদের কাছে আত্মসমর্পণ করবে’ বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসিম।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন জঙ্গিদের নেত্রী, মানুষ মারার নেত্রী। আমরা যখন আন্দোলন করতাম তখন রাজপথে নির্যাতিত হয়েছি, নিজেরা মার খেয়েছি। মানুষের ওপর নির্যাতন করিনি। আজ মানুষের ওপর নির্যাতন করছে বিএনপি। তাদের নেতারা মাঠে নেই অথচ বার্ন ইউনিটে মানুষের কান্নায় ভরে গেছে। হরতালের নামে গাড়ি ও মানুষ পুড়িয়ে মারা হচ্ছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ১৪ দলের নেতা এস কে শিকদার, শাহাদাত হোসেন, এম এ আজিজ প্রমুখ।

































মন্তব্য চালু নেই