বিএনপির প্রার্থী মনোনয়নের দায়িত্বে শাহজাহান
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনকে এ কথা জানিয়েছেন। শাহজাহানের স্বাক্ষরে চূড়ান্ত হবে ২৩৪ পৌরসভায় বিএনপির প্রার্থী।
বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে যান। এ সময় তারা নির্বাচন পেছানোসহ দলের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি জানান। চেয়ারপারসনের দেয়া চিঠিটি গ্রহণ করেন ইসির উপ-সচিব মো. শামসুল আলম।
পরে বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তারা চেয়ারপারসনের চিঠি এবং দলের পক্ষ থেকে কিছু দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এ ব্যাপারে দলের অবস্থান ব্যাখ্যা করবেন শীর্ষ নেতারা।
মন্তব্য চালু নেই