বিএনপির প্রাক্তন এমপির গাড়িবহরে হামলার অভিযোগ
কুমিল্লা জেলার লাকসামে বিএনপির প্রাক্তন এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় তার পিএস ও ড্রাইভারসহ ৫ জন আহত হন। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে লাকসামের গাজীমুড়ায় এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।
আনোয়ারুল আজিম জানান, বৃহস্পতিবার সকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহানাজ আক্তারের পক্ষে প্রচারণার সময় গাজীমুড়া এলাকায় তার গাড়ি বহরে হামলা হয়। হামলায় তার পিএস আমানউল্লাহ, গাড়িচালক খোরশেদসহ ৫ জন আহত হন। এ হামলার জন্য তিনি সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মন্তব্য চালু নেই