বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
গুলশানে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনায় বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে বৈঠকটি ডাকা হয়েছে।
বৈঠকের পরই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন।
মন্তব্য চালু নেই