বিএনপির নিবার্চন পরিচালনা সমন্বয় কমিটিতে মাহী
ঢাকা সিটি করপোরেশন (উত্তর) নিবার্চন নিয়ে বিএনপির ‘ঢাকা মহানগর উত্তর নিবার্চন পরিচালনা সমন্বয় কমিটি’র তালিকায় বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী নাম রাখা হয়েছে। যদিও মাহী ঢাকা সিটি উত্তর থেকে মেয়র পদে নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার বিকেলে সমন্বয় কমিটির মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ সময় দলের আরেক স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান কমিটির আহ্বায়কের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি নিবার্চন পরিচালনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের বিজয়ী করতে কাজ করবে।’
বৈঠক সূত্রে জানা যায়, সভা শুরুর আগে উপস্থিতদের স্বাক্ষরের জন্য যে তালিকা সরবরাহ করা হয় তাতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহী বি চৌধুরীর নাম দেখা যায়। তাকে বিকল্পধারার যুগ্ম সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কমিটিতে নাম থাকলেও মাহী বি চৌধুরী সভায় উপস্থিত ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০ দলীয় জোটের একজন নেতা বলেন, ‘গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মাহী বি চৌধুরী প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। এর অংশ হিসেবে মাহীর নাম নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।’
জানা যায়, ঢাকা উত্তরে বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রথম যুগ্ম আহ্বয়াক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, পর্যাক্রমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) মাহমুদুল হাসান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক মাজেদুল ইসলাম, মেজর (অব.) রহুল আলম চৌধুরী, এম এ কাইয়ুম, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ।
মাহী বি. চৌধুরী মেয়র প্রার্থী হয়ে অন্য মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে কীভাবে থাকেন, বিয়ষটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সভায় উপস্থিত ২০ দলের একাধিক নেতা। তাদের দাবি মাহী মেয়র প্রার্থী হয়ে কীভাবে এই কমিটিতে থাকেন তা বোধগম্য নয়। কেউ আবার বিষয়টিকে ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন।
এ ব্যাপারে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কমিটির কাঠামো সম্পর্কে জানানো হয়নি। তবে এটা বলা হয়েছে জামায়াত সংগত কারণে সভায় তাদের কোনো প্রতিনিধি উপস্থিত করতে পারেনি।’
তিনি বলেন, ‘ওই (ঢাকা উত্তর সিটি) এলাকার জোটভুক্ত সবাই এবং বিএনপির শীর্ষ নেতারা কমিটিতে থাকবেন। মাহী বি চৌধুরীর নাম কীভাবে নিবার্চন পরিচালনা কমিটিতে এসেছে তা বোধগম্য নয়। তিনি নিজেই তো নির্বাচনে প্রার্থী হয়েছেন। এটা অদ্ভুত ব্যাপার।’
সভায় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘মাহী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরপরও তিনি কীভাবে তাবিথের নির্বাচনী পরিচালনা কমিটিতে থাকেন এটা বোধগম্য নয়।’
সেলিম বলেন, ‘যদি মাহী নিবার্চন থেকে সরে এসে তাবিথের পক্ষে কাজ করেন তাহলে অবশ্যই স্বাগত জানাব।’
‘ঢাকা মহানগর উত্তর নিবার্চন পরিচালনা সমন্বয় কমিটি’র বৈঠকে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, সদ্য কারামুক্ত যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও তার মা নাসরিন ফাতেমা আউয়াল, আর্দশ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, প্রকৌশলী আনহ আখতার হোসেন, রিয়াজুল ইসলাম রিজু, অ্যাডভোকেট ফাহমিদা আখতার মুন্নী প্রমুখ।
এ ছাড়া ২০ দলীয় জোটের জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, খেলাফত মজলিসের সৈয়দ মজিবুর রহমান, মাওলানা শফিকউদ্দিন, ন্যাপের জেবেল রহমান গানি, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) আবদুল লতিফ, বিএনপি নেতা শাহ আবু জাফর, মনিরুল হক চৌধুরী, আবুল হোসেন, হবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুল করীম শাহীন, সুলতানা আহমেদ, মো. সাহাবুদ্দিন প্রমুখ। এ ছাড়া বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও নিবার্চন পরিচলনা কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিমা রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি দেখিনি। দেখে বলতে পারবো। কারা কমিটিতে আছেন তাদের সবার নাম আমি দেখিনি।’
কমিটির সদস্য সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
এ ব্যাপারে বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বলেন, ‘কমিটির সদস্য সংখ্যা কত হবে তা এখনও ঠিক করা হয়নি। এখান থেকে অনেকেই বাদ যাবে, এ কমিটিতে আরও অনেকেই ঢুকবেন।’
‘ঢাকা মহানগর উত্তর নিবার্চন পরিচালনা সমন্বয় কমিটি’র তালিকায় মাহীর নাম থাকা প্রসঙ্গে শাহীন বলেন, ‘এটা অনেক আগের ড্রাফট করা তাই নামটা রয়ে গেছে। মাহীর নাম বাদ যাবে।’দ্য রিপোর্ট
মন্তব্য চালু নেই