‘বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই’
আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে দলের নিবন্ধন বাতিল হবে এমন বক্তব্য দিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে সরকার জনবান্ধব মন্তব্য করে জয়লান আবেদীন ফারুক আরও বলেন, জনবান্ধব সরকার কখনও জনমতকে উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে পারে না।
‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এছাড়া আরও আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
মন্তব্য চালু নেই