বিএনপির নিখোঁজ ২১ নেতাকর্মীর পরিবারকে ২১ লাখ টাকা দিলেন খালেদা
নগরীতে বিএনপির যেসব নেতাকর্মী নিখোঁজ রয়েছেন তাদের ২১ পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া এই টাকা হস্তান্তর করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-অপহরণ শিকার হয় ২১ জন। তাদেরই স্বজনরা রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন। এসময় নিখোঁজ সুমনের ভাই খালেদা জিয়ার সামনেই মূর্ছা গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেয়ারপারসনের কার্যালয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খালেদা জিয়া স্বজনহারাদের পরিবারের সদস্যদের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেন।
তিনি বলেন, ‘সারাদেশে এরকম অনেককে গুম করা হয়েছে। যারা চলে গেছেন, তারা দলের জন্য ছিলেন অ্যাসেট। তাদের একটি অপরাধ ছিল, তারা বিএনপি করেন।’
স্বজন হারাদের সান্ত্বনা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘আপনারা মনকে শক্ত করুন। আল্লাহকে ডাকুন। একদিন না একদিন এর বিচার হবেই। কারা গুম-খুন করেছে, সব তথ্য বেরিয়ে আসবে।’
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জমান আনোয়ারসহ সিনিয়র নেতারা।
বিএনপির হিসাবে বর্তমান সরকারের আমলে ঢাকা মহানগরীর ২১ জন নেতা পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-অপহরণ-খুনের শিকার হয়েছেন। তারা হলেন- ৩৮ ওয়ার্ড বিএনপির সাজেদুল ইসলাম সমুন, তানভীর, পল্লবী থানার তরিকুল ইসলাম তারা, সবুজবাগ থানা ছাত্র দলের মাহবুব হাসান সুজন, সূত্রাপুর থানা ছাত্র দলের সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা, ৭১ নং ওয়ার্ড ছাত্র দলের পারভেজ হোসেন, মো.জহির, বংশাল থানা ছাত্র দলের মো. সোহেল, মো. চঞ্চল, তেজগাঁও কলেজ ছাত্র দলের তরিকুল ইসলাম ঝন্টু, ২৮ নং ওয়ার্ড ছাত্র দলের কাজী ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, মাসুদ রানা, বিমান বন্দর থানা ছাত্র দলের নিজাম উদ্দিন মুন্না, ৭৯ নং ওয়ার্ড ছাত্র দলের খালেদ হাসান সোহেল, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের এ এম আদনান চৌধুরী, কাউসার, দারুস সালাম ছাত্র দলের মফিজুল ইসলাম রাশেদ প্রমুখ।
মন্তব্য চালু নেই