বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০
বরিশালে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে বরিশাল সদর উপজেলার শাহেস্তাবাদ ইউনিয়নে এ সংঘর্ষ হয়।
এসময় কমিটি গঠন সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সেলিম হাওলাদার জানান, সন্ধ্যার পরে শায়েস্তাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন বিষয়ক সভা চলছিলো। ওই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
সভা চলাকালে কমিটি গঠন নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা খোকন মাস্টার এবং মো. শামসু মাঝির মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ ছুটে যাওয়ার আগেই উভয় গ্রুপের নেতাকর্মীরা পালিয়ে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান।
মন্তব্য চালু নেই