বিএনপির জনসভা শুরু

বিএনপির জনসভা শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে এ সভা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করেছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এতে সভাপতিত্ব করছেন। বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন-বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহম্মদ নাসির উদ্দিন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক এ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দল সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

বেলা ১১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকেন। তবে জনসভাস্থল এখনো পূর্ণ হয়নি।

সমাবেশের ব্যাপ্তি হবে বাঁয়ে নাইটিঙ্গেল মোড় আর ডানে ফকিরাপুল মোড় পর্যন্ত। সমাবেশ সফল করতে বামে নাইটিঙ্গেল মোড় থেকে ডানে ফকিরাপুল মোড় পর্যন্ত ৪০টি মাইক লাগানো হয়েছে। পল্টন এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সমাবেশকে ঘিরে ফকিরাপুল ও নাইটিঙ্গেল মো



মন্তব্য চালু নেই