বিএনপির কেন্দ্রীয় কমিটিতে খালেদাকে না রাখার পরামর্শ
বিএনপির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করলে সেখানে বেগম খালেদা জিয়াকে না রাখতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠন নিয়ে তৎপরতা শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতেই হাছান মাহমুদ এ কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সব কমিটি বিলুপ্ত করে লাভ নেই। দয়া করে আপনাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করুন। আপনাদের নেত্রী খালেদা জিয়াকে সরান। পাশাপাশি তের সমুদ্রের ওপারে বসে সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্বদানকারী তারেক রহমানকেও সরান, তাহলে বিএনপির পুনর্গঠন হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফর করেন তখন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু তিনি হরতাল ডেকে, অহেতুক অজুহাত দেখিয়ে সাক্ষাৎ করেননি। আর এখন ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তচুক্তি বাস্তবায়নের জন্য স্বাগত জানিয়েছেন, যা জুতা মেরে গরু দানের সমান।’
এ সময় সুশীল সমাজের সমালোচনা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পৃথিবীর কোনো রাষ্ট্র জঙ্গিদের সঙ্গে আলোচনা করে না। যারা তাদের সঙ্গে আলোচনা করার কথা বলেন তারা গণতন্ত্রকে হত্যা করতে চান, দেশকে অকার্যকর করতে চান।’
সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
মন্তব্য চালু নেই