বিএনপির কাউন্সিলে বি চৌধুরী ও এরশাদকে আমন্ত্রণ
বিএনপির ষষ্ঠ কাউন্সিলে জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বুধবার রাতে তাদের আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এজেড এম জাহিদ হোসেন।
তিনি বৃহস্পতিবার বিকালে বলেন, ‘গতরাতে (বুধবার) জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির আসম আবদুর রবসহ আরো অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আজ রাতে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
এছাড়াও বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই