‘বিএনপিতে স্পষ্ট ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে’

‘বিএনপিতে স্পষ্ট ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে’বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ।

তিনি বলেন, ‘বিএনপি এখন আউট সোর্সিং আন্দোলন করছে। লন্ডন থেকে যেসব নির্দেশ আসে তা পালন করতে গিয়ে বিএনপি নেতারা কিছু টোকাই ভাড়া করে নাশকতা চালাচ্ছে, যার সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই। এভাবে চলতে থাকলে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা সন্ত্রাসের এই দল ত্যাগ করবে। বিএনপি ভেঙে যাবে।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরীক্ষার সময় হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও আলেম সমাবেশে তিনি এ কথা বলেন।

নাশকতাকারীদের তিনি উদ্দেশে বলেন, ‘এখনও সময় আছে এই পথ পরিহার করুন। নতুবা মনে রাখবেন আপনারা যত নাশকতা চালাবেন, সরকার তত কঠোরতর হবে। নাশকতাকারীদের ক্ষেত্রে কোনো কম্প্রমাইজ নয়।’

দেশের আলেম, ওলামা ও খতিব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মসজিদের খতিব হিসেবে আপনাদের দায়িত্ব জনগণকে এসব নাশকতাকারীর বিষয়ে সাবধান করা। আগুনে মানুষ পুড়িয়ে মারা ও নাশকতার কোনো স্থান ইসলাম ধর্মে নাই- তা জনগণকে বুঝিয়ে বলুন। নাশকতাকারীদের হেদায়েতের জন্য জুমার নামাজের পর জনগণকে সঙ্গে নিয়ে প্রার্থনা করুন। আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে।’

এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা শরীফুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মো শাহীন খান, দপ্তর সম্পাদক মুফতি সালমান ফরিদী প্রমুখ।



মন্তব্য চালু নেই